January 13, 2025, 1:41 pm

সংবাদ শিরোনাম

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ফেদেরার-হিউন

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ফেদেরার-হিউন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দারুণ ছন্দে এগিয়ে চলা রজার ফেদেরার সরাসরি সেটে জিতেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন। শেষ চারে আরও উঠেছেন প্রতিযোগিতার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে চমক দেখানো চুং হিউন ও মেয়েদের শীর্ষ বাছাই সিমোনা হালেপ। গতকাল বুধবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় চেক রিপাবলিকের টমাস বের্দিচকে ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। এবারের আসরে এখন পর্যন্ত কোনো সেট হারেননি এই সুইস।  ফাইনালে ওঠার লড়াইয়ে রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার খেলবেন দক্ষিণ কোরিয়ার হিউনের বিপক্ষে।

শেষ ষোলোয় সার্বিয়ার জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে বড় অঘটনের জন্ম দেওয়া হিউন টুর্নামেন্টের আরেক চমক যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে হারিয়েছেন। ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে জিতে প্রথম দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন। আট বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৮তম এই খেলোয়াড়।

মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভাকে সরাসরি সেটে হারিয়েছেন হালেপ। প্রথম সেটে ৩-০ গেমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৬-৩, ৬-২ গেমে জয় তুলে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। ২৬ বছর বয়সী রোমানিয়ার হালেপ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন আঞ্জেলিক কেরবারের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে ৫১ মিনিটে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন জার্মানির কেরবার।

Share Button

     এ জাতীয় আরো খবর