January 13, 2025, 1:40 pm

সংবাদ শিরোনাম

লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্রিস্টল সিটিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার অধীনে এই প্রথম কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি। গত মঙ্গলবার রাতে ব্রিস্টলের মাঠে দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতে এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধের শেষ দিকে লেরয় সানের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিক পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। ব্রিস্টল এরপর ঘুরে দাঁড়ায়। ৬৪তম মিনিটে মার্লন প্যাকের হেডে ব্যবধান কমানোর পর এইডেন ফ্লিন্টের যোগ করা সময়ের গোলে সমতায় ফিরে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দলটি। তবে ম্যানচস্টার সিটির সঙ্গে সদ্য নতুন পাঁচ বছরের চুক্তি করা কেভিন ডি ব্রুইনে শেষ বাঁশি বাজার ঠিক আগে গোল করে দলক জয় এনে দেন। আজ ওয়েম্বলিতে হবে ফাইনাল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্সেনাল ও  চেলসির মধ্যে বিজয়ী দল।

Share Button

     এ জাতীয় আরো খবর