January 13, 2025, 11:19 am

সংবাদ শিরোনাম

গুয়ার্দিওলা শিরোপা নিশ্চিত করতে ১০ জয় চান

গুয়ার্দিওলা শিরোপা নিশ্চিত করতে ১০ জয় চান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে হারানোর পর ম্যানচেস্টার সিটির শিরোপা নিশ্চিত করতে আরও দশটি ম্যাচে জয় চান কোচ পেপ গুয়ার্দিওলা।

নিজেদের মাঠে শনিবার ইংল্যান্ডের শীর্ষ লিগে সের্হিও আগুয়েরোর হ্যাটট্রিকে নিউক্যাসলকে ৩-১ গোলে হারায় সিটি।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১২ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে আছে গুয়ার্দিওলার দল।

২০১৬ সালে ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম লিগ জয়ের অপেক্ষায় থাকা গুয়ার্দিওলা বলেন, “চ্যাম্পিয়ন হতে গাণিতিকভাবে আমাদের ১০টা জয় দরকার। ম্যাচ ধরে ধরে আমরা চেষ্টা করবো।”

লিভারপুলের কাছে লিগে মৌসুমে নিজেদের প্রথম হারের পর নিউক্যাসলের বিপক্ষে জয়টাকে বড় করে দেখছেন স্প্যানিশ এই কোচ।

“লিভারপুলের বিপক্ষে হারের পর, কিভাবে আপনি প্রতিক্রিয়া দেখাবেন এ নিয়ে সবসময় আপনার কিছুটা অনিশ্চয়তা থাকে- আপনি যদি টানা দুই ম্যাচ না জিতেন তাহলে কী হবে। এ কারণে এই জয় খুবই গুরুত্বপূর্ণ।”

২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৬৫। বার্নলিকে একমাত্র গোলে হারানো ইউনাটেড ৫৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৫০ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আছে তৃতীয় স্থানে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর