ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার হয়ে প্রথম অনুশীলনে আসা ফিলিপে কৌতিনিয়োকে অভিনন্দন জানিয়েছেন দলটির অভিজ্ঞ দুই খেলোয়াড় লিওনেল মেসি ও জেরার্দ পিকে।
চলতি মাসের শুরুতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান কৌতিনিয়ো। তবে ঊরুর চোটের কারণে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।
লা লিগায় রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় রিয়াল বেতিসের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। এর আগের দিন নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মাঝ মাঠের এই খেলোয়াড়।
বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা দলের অনুশীলনের কিছু ছবিতে দেখা যাচ্ছে, অনুশীলনে আসা ২৫ বছর বয়সী কৌতিনিয়োকে অভিনন্দন জানাচ্ছেন ফরোয়ার্ড মেসি ও ডিফেন্ডার পিকেসহ সতীর্থরা।
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৫১। ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০। ভিয়ারিয়াল ৩৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ১৮ ম্যাচ খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।