January 13, 2025, 6:06 am

সংবাদ শিরোনাম

মাশরাফির আত্মবিশ্বাস তিনশ রানের লক্ষ্য তাড়ার

মাশরাফির আত্মবিশ্বাস তিনশ রানের লক্ষ্য তাড়ার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

উইকেট দেখে বড় রানের আভাস পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। প্রয়োজন হলে শ্রীলঙ্কার বিপক্ষে তিনশ রানের লক্ষ্য তাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তবে আগে বোলিং করতে হলে প্রতিপক্ষকে থামাতে চান ২৭০/২৮০ রানের ভেতরে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য পেরিয়ে যায় ১২৯ বল বাকি রেখে। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ২৯১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা হারে ১২ রানে।

বাংলাদেশের অনুশীলনের মাঝে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন সতীর্থরা।

“হ্যাঁ (তিনশ রান তাড়া করা সম্ভব)। প্রথম ম্যাচে যদি দেখেন, আমরা কিন্তু প্রায় তিনশ রান চেজ করার মতো অবস্থানে ছিলাম। অবশ্যই এই ধরনের জয় বাড়তি একটা অনুপ্রেরণা দেয়। আশা করব, যারা (তামিম ইকবাল ও মুশফিুর রহিম) নট আউট ছিল তাদের আত্মবিশ্বাস ওই পর্যায়ে থাকবে। আর যারা আউট হয়েছে, (এনামুল হক) বিজয় বা সাকিব (আল হাসান), ওরাও কিন্তু ভালো শুরু পেয়েছিল।”

“বোলিংয়ের দিক থেকে সবাই ভালো বোলিং করেছে। শ্রীলঙ্কাকে ২৭০/২৮০ রানের ভেতরে রাখার সামর্থ্য আমাদের অবশ্যই আছে। ওরা ভালো ব্যাটিং করলেও নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে যে রানের ভেতরে ওদের আটকাতে চাই তা করার সামর্থ্য আমাদের আছে।”

শ্রীলঙ্কাকে হারানোর ফর্মুলা বাংলাদেশের অজানা নয়। দুই দলের সবশেষ সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে মাশরাফির দল। লঙ্কানদের হারানোর আরেকটি পথ দেখিয়েছে জিম্বাবুয়ে।

“জিম্বাবুয়ে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে, আমাদের সেভাবে খেলতে হবে। ওরা যে ক্রিকেট খেলেছে, নির্দিষ্ট দিনে এমন ক্রিকেট না খেলে জেতা সম্ভব না। আমাদের সাথে শ্রীলঙ্কাও এমন খেলতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যেন এমন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর জিম্বাবুয়ে যে ক্রিকেটটা খেলেছে আমাদের জিততে হলে ওই ক্রিকেটটাই খেলতে হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর