January 13, 2025, 5:23 am

সংবাদ শিরোনাম

শূন্য রানে শূন্য বলে আউট!

শূন্য রানে শূন্য বলে আউট!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

স্কোরকার্ড বলবে, কোনো বল খেলেননি সলোমন মিরে। এর পরও আউট হয়েছেন বোলারের বলেই! ত্রিদেশীয় সিরিজের শুরুটাই হলো এমন বিরল আউট দিয়ে।

সোমবার ম্যাচের প্রথম বলে সিঙ্গেল নেন হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় বলেই সেই আউট। আসলে সেটি বল নয়। কারণ বলটি ছিল ওয়াইড! সাকিব আল হাসানের সেই বলেই স্টাম্পড মিরে। জিম্বাবুয়ের ওপেনার ঢুকে গেলেন ওয়ানডে ইতিহাসের ছোট্ট একটি তালিকায়।

শূন্য বলে শূন্য রানে স্টাম্পড হওয়ার তিক্ত স্বাদ মিরের আগে পেয়েছেন ওয়ানডেতে কেবল দুই জন। প্রথমটি ২০০৯ সালে। আয়ারল্যান্ড ও কানাডার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। বেনোনিতে কানাডার শেষ ব্যাটসম্যান হেনরি ওসিন্দে স্টাম্পড হয়েছিলেন অ্যালেক্স কুসাকের বলে।

মিরের আগে সবশেষ এই আউটের ঘটনা বাংলাদেশেই। তবে বাংলাদেশের ম্যাচে নয়। ২০১৪ এশিয়া কাপে ফতুল্লায় ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে ভুবনেশ্বর কুমার প্রথম বলেই ওয়াইড বলে স্টাম্পড হয়েছিলেন অজান্তা মেন্ডিসের বলে।

শূন্য বলে শূন্য রানে রান আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকা অবশ্য অনেক লম্বা। বল না খেলেই রান আউট হয়েছেন মোট ১৩৯ জন।

টি-টোয়েন্টিতেও শূন্য বলে শূন্য রানে স্টাম্পড হয়েছেন তিন ব্যাটসম্যান। তিন জনই ওয়েস্ট ইন্ডিজের। ২০০৯ সালে কাইরন পোলার্ড, ২০১০ সালে নারসিং দেওনারায়ন। সবশেষটি বাংলাদেশের বিপক্ষে। সেবারও বোলার ছিলেন সাকিব। ২০১৪ সালে তার ওয়াইড বলে স্টাম্পড হয়েছিলেন লেন্ডল সিমন্স। টেস্টে এই দুর্ভাগ্য পোহাতে হয়নি কোনো ব্যাটসম্যানকে।

Share Button

     এ জাতীয় আরো খবর