January 13, 2025, 5:47 am

সংবাদ শিরোনাম

রাজনগর উপজেলায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন শুরু

রাজনগর উপজেলায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন শুরু
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজনগর উপজেলায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন হয়েছে গত ১৫ জানুয়ারী সোমবার বিকেলে। উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয় মাঠে চলমান মাসব্যাপী এ ভলিবল প্রশিক্ষণে রাজনগর উপজেলার অনুর্ধ ১৬ বছরের ৩০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহন করছে।

প্রশিক্ষণ প্রদান করছেন কদমহাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রায়হান হোসেন চৌধুরী। কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান ও কদমহাটা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রেজাউল করিম বাবলু। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, কমল অধিকারী, স্কুলের শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর