January 13, 2025, 5:24 am

সংবাদ শিরোনাম

বাজে আচরনের জন্য কোহলিকে জরিমানা

বাজে আচরনের জন্য কোহলিকে জরিমানা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাজে আচরণের জন্য জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। সেঞ্চুরিয়ান টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে বাজে মুখভঙ্গি প্রদর্শন করায় তাকে এ জরিমানা গুনতে হচ্ছে।

শাস্তিস্বরূপ তার ম্যাচ ফির ২৫ শতাংশ কর্তন করা হয়েছে। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টের তৃতীয় দিন বৃষ্টির কারণে মাঠ ভিজে যায়। পরে শুকানো হলেও স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। এতে বল সঠিকভাবে গ্রিপ করছিল না। এ নিয়ে বারবার আম্পায়ারদের কাছে অভিযোগ দেন কোহলি। এ পরিপ্রেক্ষিতে আম্পায়ার যে সিদ্ধান্ত দেন তাতে মেজাজ হারিয়ে বল মাটিতে ছুড়ে মারেন তিনি।

কোহলির এমন আচরণ মোটেও পছন্দ হয়নি ম্যাচ কর্মকর্তাদের। তাই তাকে জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.১ অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছেন কোহলি। এ অনুচ্ছেদে বলা হয়েছে, এমন আচরণ খেলার স্বাভাবিক গতির সঙ্গে সাংঘর্ষিক। এ জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ এবং ১ থেকে ২ ডিমেরিট পয়েন্ট জরিমানার ব্যবস্থা রয়েছে।

অবশ্য এরই মধ্যে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কোহলি। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

Share Button

     এ জাতীয় আরো খবর