মাঠের বাইরে দিবালা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সেরি আয় কাইয়ারির বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছেন ইউভেন্তুসের পাওলো দিবালা। তবে এই ফরোয়ার্ডের চোট কতটা গুরুতর সে ব্যাপারে নিশ্চিত নন দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
ইতালির শীর্ষ লিগে শনিবার রাতে কাইয়ারির মাঠে ১-০ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ম্যাচের ৭৪তম মিনিটে একমাত্র গোলটি করেন দলের ইটালিয়ান উইঙ্গার ফেদেরিকো বের্নাদেসচি।
দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পেয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন দিবালা। অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে থাকতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে তিনি হেঁটে মাঠ ছাড়তে পারায় চোটের অবস্থা খুব খারাপ হবে না বলে আশাবাদী হতে পারেন ইউভেন্তুস কোচ। ম্যাচটিতে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার সামি খেদিরাও।
ম্যাচ শেষে আল্লেগ্রি বলেন, “আমি জানি না, দিবালার চোট কতটা গুরুতর। তাকে কিছু পরীক্ষা করাতে হবে।”
“সৌভাগ্যক্রমে, আমরা এখন দুই সপ্তাহের বিরতিতে যাচ্ছি। এই সময়টায় অন্যান্যের থেকে অবশ্যই তার বেশি বিশ্রাম নেওয়া দরকার। তাই, আশা করা যায় মৌসুমের শেষ সপ্তাহগুলোয় সে প্রাণবন্ত হয়ে ফিরবে।”
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের পয়েন্ট হলো ২০ ম্যাচে ৫০।
দিনের অপর ম্যাচে হেল্লাস ভেরোনাকে ২-০ গোলে হারানো নাপোলি ১ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।