January 12, 2025, 7:06 pm

সংবাদ শিরোনাম

লিভারপুল, ম্যানইউ এফএ কাপের চতুর্থ রাউন্ডে

লিভারপুল, ম্যানইউ এফএ কাপের চতুর্থ রাউন্ডে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিভারপুলের হয়ে ভার্জিল ফন ডিকের অভিষেকটা হল স্বপ্নিল। ম্যাচের শেষ দিকে তার গোলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে শুক্রবারের অন্য ম্যাচে ডার্বি কাউন্টিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে তাদের সঙ্গী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৫তম মিনিটে জেমস মিলনারের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৭তম মিনিটে জিলফি সিগার্ডসনের গোলে সমতা ফেরায় এভারটন। সাউথ্যাম্পটন থেকে কদিন আগে যোগ দেওয়া ফন ডিকের ৮৪তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ওল্ট ট্র্যাফোর্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। ৮৪তম মিনিটে জেসে লিনগার্ডের গোলে এগিয়ে যায় জোসে মরিনিয়োর দল। ৯০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর