উবার ডেকে হোটেলে ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার বহুল প্রতিক্ষীত সিরিজ কেপটাউনে শুরু হয়েছে। প্রথম টেস্টের প্রথম দিনের সকালে ভারতীয় পেসার ভূবনেশ্বর কুমারের দাপটে ইনিংসের শুরুতেই ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওই সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডেল বেঙ্কেনস্টেইন উবার ডেকে হোটেলে ফিরে যেতে চেয়েছিলেন।
বেঙ্গেনস্টেইন বলেন, ‘ সকালে ভূবনেশ্বর বোলিং দাপট দেখে এই উইকেটে দল আর কত রান করতে পারে ভেবেই এ কথা ভাবছিলাম। ব্যাটিং কোচ হিসেবে স্কোরবোর্ডে ১২/৩ দেখতে মোটেও ভালো লাগে না। মনে হচ্ছিল উবার ডেকে মাঠ থেকে হোটেলে ফিরে যাই। আসলে ওই সময় খেলার মোড়টা একার হাতে ঘুরিয়ে দিয়েছিল এবি ডিভিলিয়ার্স। ১২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের স্কোর ২৮৬ রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব তারই।’
বেঙ্কেবস্টেইন বলেছেন, ভারতের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। ব্যাটসম্যান হিসেবে ভিলিয়ার্সের জাত ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের লেগে থাকার ক্ষমতা ম্যাচের গতি বদলে দিয়েছিল।
ভূবনেশ্বরের এক ওভারে ১৭ রান নিয়েছিলেন বিধ্বংসী ডিভিলিয়ার্স। ওই ওভারটিকেই গেম চেঞ্জার বলে মনে করছেন প্রোটিয়া ব্যাটিং কোচ। ডুপ্লেসিসের সঙ্গে ডি ভিলিয়ার্সের ১০০ রানের পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে আনে। বেঙ্কেনস্টেইনের মতে, আসলে ওদের জুটিটা ড্রেসিংরুমে আত্মবিশ্বাস এনে দিয়েছিল।
১৪২ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা সহজে উইকেট বিলিয়ে দেয়নি। তাদের ব্যাটিং দৃঢ়তায় ২৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।