January 12, 2025, 7:06 pm

সংবাদ শিরোনাম

কোহলির রেকর্ড ১৭ কোটি রূপি পারিশ্রমিকে

কোহলির রেকর্ড ১৭ কোটি রূপি পারিশ্রমিকে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলিকে ধরে রাখা অনুমিতই ছিল। তবে খুব সহজে সেটি হয়নি। পারিশ্রমিকের রেকর্ড গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিশ্চিত করেছে ভারতীয় অধিনায়ককে ধরে রাখা। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন কোহলি।

১৭ কোটি পারিশ্রমিকে এবার বেঙ্গালুরুতে থেকে গেছেন কোহলি। গত আসরে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ১৪ কোটি ৫০ লাখ রূপিতে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। আগের রেকর্ড ছিল এটিই।

স্টোকসের পারিশ্রমিকের রেকর্ড এবার ছাড়িয়ে গেছেন আরও দুজন। দু বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফেরা চেন্নাই সুপার কিংস ১৫ কোটি রূপিতে ধরে রেখেছে মহেন্দ্র সিং ধোনিকে। সফল ব্যাটসম্যান ও অধিনায়ক রোহিত শর্মাকে ১৫ কোটি রূপিতে রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

পারিশ্রমিকে এরপরই আছেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও রাজস্থান রয়্যালসের স্টিভেন স্মিথ। ১২ কোটি রূপিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক ও সহ-অধিনায়ককে ধরে রেখেছে তাদের দল।

১৭ কোটি রূপির কোহলির সঙ্গে বেঙ্গালুরু ১১ কোটি রূপিতে ধরে রেখেছে এবি ডি ভিলিয়ার্সকে। চেন্নাই ১৫ কোটির ধোনির সঙ্গে ১১ কোটিতে রেখে দিয়েছে সুরেশ রায়নাকে, ৭ কোটি রূপিতে রবীন্দ্র জাদেজাকে।

১১ কোটি রূপিতে হার্দিক পান্ডিয়াকে রেখেছে মুম্বাই, ৭ কোটিকে জাসপ্রিত বুমরাহকে। কলকাতা নাইট রাইডার্সের ধরে রাখা সুনিল নারাইনের পারিশ্রমিক সাড়ে ৮ কোটি রূপি, আন্দ্রে রাসেলের ৭ কোটি।

সাড়া জাগানো তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্তকে ৮ কোটি রূপি পারিশ্রমিক দিচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস, আরেক তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে ৭ কোটি, প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে ৭ কোটি ১০ লাখ।

ভুবনেশ্বর কুমারকে সাড়ে ৮ কোটি রূপি পারিশ্রমিকে রেখেছে সানরাইজার্স।

পছন্দের ক্রিকেটারদের ধরে রাখার পর এবার নিলামে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামি ২৭ ও ২৮ জানুয়ারি হবে এবারের আইপিএলের নিলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর