January 12, 2025, 4:15 pm

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ বড় জয় পেল পাকিস্তান

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ বড় জয় পেল পাকিস্তান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক         নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। নেলসনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ১২০ রানে হারিয়েছে উপমহাদেশের দলটি।

টসের বিপরীতে আগে ব্যাটিং করে দুই ওপেনার আজহার আলী ও ফখর জামানের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান। উদ্বোধণী জুটিতে ২০৬ রান যোগ করেন তারা। এজন্য তারা মোকাবেলা করেন ১৭৪ বল।

৮টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১০৪ রান করে আহত অবসর নেন আজহার। অন্যপ্রান্তে ১২টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করে আহত অবসর নেনফখরও। এ ছাড়া দলের পক্ষে হাসান আলী ৩৬ ও শাহদাব খান ২৪ রান করেন।

জবাবে ২২১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড একাদশ। এই দলের পক্ষে মাইকেল ডেভিডসন সর্বোচ্চ ৫৪ রান করেন। পাকিস্তানের শাহদাব খান ৪টি উইকেট নেন।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর