গাপটিল নিউ জিল্যান্ডের ওয়ানডে দলে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চোট কাটিয়ে নিউ জিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন মার্টিন গাপটিল। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ১৩ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন দুই স্পিনার মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টল।
হ্যামস্ট্রিং চোটের জন্য গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজে খেলা হয়নি গাপটিলের। ফিটনেস ফিরে পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন বিস্ফোরক এই ওপেনার।
গাপটিল ফেরায় বাদ পড়েছেন শেষ তিন ওয়ানডেতে দুটি ফিফটি পাওয়া ওপেনার জর্জ ওয়ার্কার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষিক সিরিজে তিন ম্যাচে ৪ উইকেট নেন অ্যাস্টল। সাত নম্বরে নেমে ৪৯ রানের ম্যাচ ঘুরিয়ে দেওয়া একটি ইনিংসও খেলেছেন তিনি। অনেক দিন ধরেই সাদা বলে নিউ জিল্যান্ডের অন্যতম সেরা বোলার স্যান্টনার।
ওয়েলিংটনে ৯ জানুয়ারি শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর হবে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।