January 12, 2025, 4:57 pm

সংবাদ শিরোনাম

দিবালা-নেইমার মেসি-রোনালদোর জায়গা নেবে

দিবালা-নেইমার মেসি-রোনালদোর জায়গা নেবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর অবসর নেওয়ার পর পাওলো দিবালা ও নেইমার বিশ্বসেরা ফুটবলার হবে বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

সেরি আয় শনিবার রাতে ভেরোনার মাঠে ৩-১ গোলের জয় পায় ইউভেন্তুস। এতে জোড়া গোল করে খরা কাটান আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা।

গত দুই মাসের বেশি সময় ধরে নিজের সেরাটা খুঁজে ফিরছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়। দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে এর মধ্যে প্রশ্ন তুলেছিলেন ইউভেন্তুসের সহ-সভাপতি পাভেল নেদভেদ।

ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে আল্লেগ্রি বলেছিলেন, গণমাধ্যমে সেরা খেলোয়াড়দের সঙ্গে দিবালাকে তুলনা করাটা ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ‘ক্ষতিকর’ হচ্ছে। কিন্তু ম্যাচটিতে অসাধারণ খেলা এই শিষ্যকে সেরাদের সঙ্গে তুলনা করলেন ইউভেন্তুস কোচ নিজেই।

“আবারও গোল করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম গোলটির পর তাকে অনেক বেশি নিশ্চিন্ত মনে হয়েছে।”

“মেসি ও রোনালদোর যখন বয়স হয়ে যাবে তখন নেইমার ও দিবালা বিশ্বসেরা ফুটবলার হবে। তার (দিবালার) সামনে প্রচুর খেলা আছে। আমি জানি, সে উন্নতি করে যেতে পারবে।”

তবে ভেরোনার বিপক্ষে দলীয় পারফরম্যান্সে তেমন সন্তুষ্ট নন আল্লেগ্রি।

“আমরা খুশি যদিও আমরা জানি যে, আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারিনি।”

“আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম এবং আর অনেক ভুল করেছিলাম যার ফলে তাদের গোলটা হয়েছে।”

এই জয়ে সেরি আয় দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের পয়েন্ট হলো ১৯ ম্যাচে ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নাপোলি।

Share Button

     এ জাতীয় আরো খবর