এবার ক্যামেরার সামনে সুপ্রভা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
কিছুদিন আগে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন নতুন মুখ সুপ্রভা মাহবুব সানাই। প্রথম ‘প্রেমের তাজমহল’খ্যাত ছবির নির্মাতা গাজী মাহবুবের ‘ভালোবাসা টোয়েন্টি ফোর সেভেন’ ছবিতে চুক্তিবদ্ধ হন সানাই। এরপর মোস্তাফিজুর রহমান বাবুর ‘প্রতীক্ষা’ ও ‘প্রতিশোধ’ নামে দুটি ছবির মহরতে অংশ নেন তিনি। এরপর বাবু সিদ্দিকীর ‘সুপ্ত আগুন’ নামেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এসব ছবির জন্য এখনো ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। তবে গত ২৬শে ডিসেম্বর রাজধানীর তিনশ’ ফিট রাস্তায় দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘শালবনের মহুয়া’ নামের আরেকটি নতুন ছবিতে কাজ শুরু করেন বলে জানিয়েছেন তিনি।
সানাই বলেন, হঠাৎ করেই এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি কাজ শুরু করেছি। প্রথমে গান দিয়ে ছবির কাজ শুরু হয়েছে। ছবির গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। আর ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন সাদমান সামির। এ ছবির পাশাপাশি মোস্তাফিজুর রহমান বাবুর ‘প্রতীক্ষা’ ছবির কাজটি জানুয়ারিতে শুরু হবে। এরপর বাকি ছবির কাজ করব আমি। তাই নতুন বছরে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। বর্তমানে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমি। একটি ফ্যাশন শোতে পরিচয় হয় পরিচালক গাজী মাহবুবের সঙ্গে। তারপরই ছবিতে অভিনয়ের প্রস্তাব পান সানাই। ‘উইলিয়াম শেকসপিয়ার’ নামে একটা তথ্যচিত্রেও অভিনয় করেছেন তিনি। নতুন বছরে ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হতে চান সানাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন বলে জানালেন তিনি।