September 14, 2024, 3:27 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

অস্ট্রেলিয়ার ড্র স্মিথের সেঞ্চুরিতে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

স্টিভেন স্মিথ বাধায় মেলবোর্ন টেস্টে জেতা হল না ইংল্যান্ডের। অধিনায়কের দায়িত্বশীল সেঞ্চুরিতে চতুর্থ টেস্ট ড্র করেছে আগেই সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়া।
ম্যাচ বাঁচাতে পঞ্চম ও শেষ দিনের প্রায় পুরোটা ব্যাটিং করে মাত্র ১৬০ রান যোগ করে অস্ট্রেলিয়া। ওভার প্রতি তুলে ২.৪২ রান করে। প্রায় ২৪ বছরের মধ্যে দেশের মাটিতে এটি তাদের সর্বনিম্ন রান রেট।
অতিথিরা ৪ উইকেটে ২৬৩ রানে ইনিংস ঘোষণার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় স্মিথ ১০২ ও মিচেল মার্শ ২৯ রানে অপরাজিত ছিলেন। দুই জনে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৪৮.২ ওভারে যোগ করেন ৮৫ রান।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে শেষ ২০ টেস্টে এটি মাত্র দ্বিতীয় ড্র। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ায় টানা হারের বৃত্ত ভাঙল ইংল্যান্ড। দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষে টানা ৮ ম্যাচ জেতার পর থামল অস্ট্রেলিয়া।
২ উইকেটে ১০৩ রান নিয়ে শনিবার খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের মতো এদিনও সাবধানী ছিলেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুই জনে প্রথম ১৪ ওভারে তুলেন মাত্র ২০ রান।
১৬১ বলে ফিফটিতে পৌঁছান ওয়ার্নার। টেস্টে নিজের মন্থরতম পঞ্চাশ পাওয়া বাঁহাতি ওপেনার এরপর শট খেলা শুরু করেন। তার মাসুলও দিতে হয়। অনিয়মিত অফ স্পিনার জো রুটকে উড়ানোর চেষ্টায় দেন ক্যাচ। চতুর্থবারের মতো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির আশা জাগিয়ে ওয়ার্নার থামেন ৮৬ রানে।
শন মার্শের দ্রুত বিদায় ইংল্যান্ডের জয়ের আশা জাগায়। কিন্তু স্মিথ-মিচেল মার্শের দারুণ জুটিতে ম্যাচ বাঁচায় অস্ট্রেলিয়া।
২৫ রান নিয়ে দিন শুরু করা স্মিথ দিনের শেষ দিকে তিন অঙ্কে পৌঁছান ২৫৯ বলে। সেঞ্চুরিতে চলতি সিরিজেই গ্যাবায় ২৬১ বলে করা সেঞ্চুরি তার মন্থরতম।
দুই ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ও সুনিল গাভাস্কারের পর সবচেয়ে কম ইনিংসে ২৩ টেস্ট সেঞ্চুরি করলেন স্মিথ।
মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করাকে অভ্যাসে বানিয়ে ফেলা স্মিথ চলতি মৌসুমে ষষ্ঠবারের মতো গেলেন তিন অঙ্কে। রিকি পন্টিংয়ের পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একাধিকবার এক বছরে ছয় তার বেশি টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি।
মেলবোর্নে ড্র করে দেশের মাটিতে টানা দ্বিতীয়বার মতো এবং ১১ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার আশা শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার।
৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিডনিতে আগামি বৃহস্পতিবার শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৭
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৯১
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১২৪.২ ওভারে ২৬৩/৪ ডিক্লে. (ব্যানক্রফট ২৭, ওয়ার্নার ৮৬, খাওয়াজা ১১, স্মিথ ১০২, শন মার্শ ৪, মিচেল মার্শ ২৯*; অ্যান্ডারসন ১/৪৬, ব্রড ১/৪৪, ওকস ১/৬২, কুরান ০/৫৩, মইন ০/৩২, মালান ০/২১, রুট ১/১)
ফল: ড্র
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেস্টার কুক

Share Button

     এ জাতীয় আরো খবর