January 12, 2025, 1:56 pm

সাবেক তারকা স্ট্রাইকার উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট

সাবেক তারকা স্ট্রাইকার উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আফ্রিকার একমাত্র ব্যালন ডিঅর জয়ী ফুটবলার জর্জ উইয়াহ লাইবেরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন

১৯৯৫ সালে ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডিঅর জেতেন পিএসজি এসি মিলানের সাবেক তারকা স্ট্রাইকার উইয়াহ। ১৮ বছরের পেশাদার ক্যারিয়ার শেষ হয় ২০০৩ সালে। এরপর যোগ দেন রাজনীতিতে। পরে সিনেটর নির্বাচিত হন লাইবেরিয়ার পার্লামেন্টে

বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন উইয়াহকে জয়ী ঘোষণা করে। ৯৮. শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ভোটের ৬১. শতাংশ

৯০এর দশকের কয়েক বছর উইয়াহ ছিলেন বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন

ইউরোপে ১৯৮৮ সালে মোনাকোতে প্রথম খেলতে আসেনন উইয়াহ। এরপর ফ্রান্সেরই পিএসজিতে যাওয়ার আগে করেন ৪৭ গোল। প্যারিসের ক্লাবটির  হয়ে লিগ জেতেন ১৯৯৪ সালে। পরের বছর হন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। সে বছরই যোগ দেন এসি মিলানে

এসি মিলানের হয়ে প্রথম মৌসুমেরই জেতেন সেরি আর শিরোপা। দ্বিতীয়বার জেতেন ১৯৯৯ সালে। এরপর পারি জমান ইংল্যান্ডে। অল্প সময়ের জন্য খেলেন চেলসি ম্যানচেস্টার সিটিতে

১৯৯৫ সালের আগে ইউরোপের বাইরে কোনো ফুটবলারকে ব্যালন ডিঅর পুরস্কারের জন্য বিবেচনা করার হতো না। নিয়ম বদলানোর পর উইয়াহ তা জেতার পর আফ্রিকার আর কোনো ফুটবলার এই সম্মান পায়নি

তবে আন্তর্জাতিক পর্যায়ে অবশ্য লাইবেরিয়াকে কখনও বিশ্বকাপে তুলতে সাহায্য করতে পারেননি উইয়াহ

 

Share Button

     এ জাতীয় আরো খবর