আর্সেনালের জয় ভেঙ্গারের রেকর্ড স্পর্শ করার ম্যাচে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হিসেবে আর্সেন ভেঙ্গারের দারুণ একটি রেকর্ড স্পর্শ করার দিনে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আর্সেনাল।
আলেক্সিস সানচেসের জোড়া গোলে বৃহস্পতিবার রাতে ৩-২ গোলে জিতে দলটি।
কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ৮১০টি ম্যাচে দায়িত্ব পালন করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের রেকর্ড স্পর্শ করলেন ভেঙ্গার।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে স্কোদ্রান মুস্তাফির গোলে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চতুর্থ মিনিটেই সমতা ফিরিয়ে বসেন ক্রিস্টালের উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড।
এরপর চার মিনিটের ব্যবধানে সানচেসের অসাধারণ দুটি গোলে জয় নিশ্চিত করে আর্সেনাল।
শেষ দিকে অবশ্য ম্যাচ জমিয়ে তুলেছিল ক্রিস্টাল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে জেমস টমকিন্সের হেডে ব্যবধান কমায় দলটি।
২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ভেঙ্গারের দল। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।