January 12, 2025, 10:12 am

ওয়ানডেতেও নিউ জিল্যান্ড হোয়াইটওয়াশ করল উইন্ডিজকে

ওয়ানডেতেও নিউ জিল্যান্ড হোয়াইটওয়াশ করল উইন্ডিজকে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টেস্টের মতো ওয়ানডেতেও নিউ জিল্যান্ডের কাছে সিরিজের সব ম্যাচে হারল ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের লড়াই বিফলে গেছে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায়। ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনারদের দারুণ ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অনায়াস জয় পেয়েছে নিউ জিল্যান্ড।

ক্রাইস্টচার্চে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬৬ রানে জিতেছে স্বাগতিকরা।

নিউ জিল্যান্ডের ইনিংসের সময় বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৩ ওভারে। ৪ উইকেটে ১৩১ রান করে স্বাগতিকরা। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ পায় ১৬৬ রানের লক্ষ্য। জেসন হোল্ডারের দল ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ৯৯ রান।

হ্যাগলি ওভালে মঙ্গলবার জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ২৬ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া টম ল্যাথামের সঙ্গে রস টেইলরের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। স্টাম্পড হয়ে শেষ হয় ল্যাথামের ৩৭ রানের ইনিংস।

শেষের দিকে ১২ বলে তিনটি চারে ১৮ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস। ম্যাচ সেরা টেইলর ৬টি চারে অপরাজিত ৪৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।

রান তাড়ায় শুরুতেই দিক হারায় ওয়েস্ট ইন্ডিজ। চার ওভারের মধ্যে মাত্র ৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় দলটি।

ম্যাট হেনরি ফিরিয়ে দেন ক্রিস গেইল ও কাইল হোপকে। সিরিজ সেরা ট্রেন্ট বোল্টের শিকার চ্যাডউইক ওয়ালটন, শেই হোপ ও জেসন মোহাম্মদ।

সেখান থেকে দলকে টেনে তুলতে পারেননি কেউ। জেসন হোল্ডার, নিকিতা মিলারের ব্যাটে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৩ উইকেট নেন ১৫ রানে। বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ১৮ রানে নেন ৩ উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২৩ ওভারে ১৩১/৪ (ওয়ার্কার ২, মানরো ২১, ব্রুম ২, টেইলর ৪৭*, ল্যাথাম ৩৭, নিকোলস ১৮*, কট্রেল ২/১৯, হোল্ডার ১/২১, মিলার ১/২৬, গ্যাব্রিয়েল ০/৩৭, নার্স ০/২৬)

ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ১৬৬) ২৩ ওভারে ৯৯/৯ (গেইল ৪, ওয়ালটন ০, শেই ২, কাইল ১, মোহাম্মদ ১, হোল্ডার ৩৪, পাওয়েল ১১, নার্স ১, মিলার ২০*, কট্রেল ৩, গ্যাব্রিয়েল ১২*; হেনরি ২/১৮, বোল্ট ৩/১৮, ফার্গুসন ০/২৪, স্যান্টনার ৩/১৫, অ্যাস্টল ১/২৪)

ফল: নিউ জিল্যান্ড ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬৬ রানে জয়ী

সিরিজ: নিউ জিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রস টেইলর

ম্যান অব দ্য সিরিজ: ট্রেন্ট বোল্ট

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর