July 27, 2024, 8:26 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ওয়ের্ষ্টান ইউনিভারসিটি অব অষ্ট্রেলিয়া’র সিনিয়র প্রফেসর ও গবেষকদের সাথে কৃষি মন্ত্রী ড.মঃ আব্দু রাজ্জাক এমপির বৈঠক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কৃষি মন্ত্রী ড.মঃ আব্দু রাজ্জাক এমপি বলেন;  আমাদের জন্য সহজ প্রোটিন ডালের

উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার। একসময় কানাডা থেকে প্রচুর পরিমান মুশুর ডাল আমদানি করা হতো, এখন আমারা ডাল রপ্তানির মতো অবস্থা পৌঁছেছি। বাংলাদেশে ডালের উৎপাদন বৃদ্ধির জন্য উপকুলিয় এলাকায় ডাল ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে কাজ হচ্ছে। নোয়াখালী ও লক্ষীপুর জেলায় পুষ্টিমান সমৃদ্ধ সয়াবিনের আবাদ হয়। সয়াবিনের আবাদ আরও বাড়াতে হবে। এছাড়াও দেশের চরাঞ্চলে বরিশাল,পটুয়াখালী, ভোলা ও বরগুণাতে সয়াবিনের চাষ হচ্ছে। এছাড়া অঞ্চল ভিত্তিক নতুন নতুন ডালের জাত উদ্ভাবন করা হচ্ছে।আজ ৪ সেপ্টেম্বর ২০১৯  বুধবার মন্ত্রণালয় তাঁর অফিসকক্ষে University of Western Australia Director Professor Dr.William Erskine এর নের্তৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন  কৃষি মন্ত্রী ড.মঃ আব্দু রাজ্জাক এমপি। এরা মূলত আমাদের দেশে ডাল নিয়ে গবেষণার কাজ করে। গবেষণার জন্য বছরে ৩ মিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়েছে তারা। ডাল আমিষের অন্যতম প্রধান উৎস। দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে, তৃনভোজী প্রাণির স্বাস্থ্য সুরক্ষায়, মাটির উর্বরতা শক্তি ও জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধিতে ডাল জাতীয় ফসলের ভূমিকা অন্যতম। ডাল ফসলে প্রচুর পরিমান উদ্ভিজ্জ আমিষ পাওয়া যায়। প্রজাতিভেদে ডাল ফসলে আমিষের পরিমাণ ২০-৩০%। প্রতিনিধ বৃন্দ বলেন; বাংলাদেশের মাটি ও আবহাওয়া উপযুগী নতুন নতুন জাত উদ্ভাবন ও আবাদ করতে হবে। দেশের উপকূলিয় এলাকা ছাড়া উত্তরাঞ্চলেও ডালের আবাদ করা যায়। আমরা পারস্পরিক সহযোগিতার মাধমে আমাদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই। তারা পরামর্শ দেয় বাংলাদেশের গবেষণার জন্য আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন নাই বরং গবেষক ও বিজ্ঞানীদের দক্ষতা বাড়াতে হবে। উদ্ভাবিত নতুন ডালের জাত কৃষকদের কাছে পৌছাতে হবে। সাতক্ষিরায় লবাণাক্ত সহিষ্ণ জাত আবাদ করা যায়।কৃষি মন্ত্রী ড.মঃ আব্দু রাজ্জাক এমপি আরও বলেন, এক সময় দেশে মোট ডালের উৎপাদন হতো ২ থেকে ৩ লাখ মেট্রিক টন। এবছর উৎপাদন হয়েছে ৮ লাখ মেট্রিক টন,যেখানে শুধু পটুয়াখালী জেলায় উৎপন্ন হয়েছে ২-২.৫ লাখ মেট্রিক টন মুগ ডাল। আমরা মাসকালাই এর নতুন জাত উদ্ভাবন করেছি সহজ আবাদযোগ্য । ২০০৯ সালের আইলার আঘাতের ফলে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় যার ফলে আজ দক্ষিণাঞ্চলে ফসলের নিবিরতা বৃদ্ধি পেয়েছে। এখন সেখানে এক ফসলের পরিবর্তে বছরে ৩টি ফসল হচ্ছে।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  কৃষি মন্ত্রী ড.মঃ আব্দু রাজ্জাক এমপি বলেন; বিএনপি বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে মিটিং করছে এটা নিয়ে আমাদের কোন আশঙ্কা বা উদ্বেক কোনটিই নেই। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন এজন্যই তারা রাষ্ট্রদূতদের নিয়ে সভা করতে পারে।অপর এক প্রশ্নের জবাবে বলেন যে, খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্তি করা যাবে না। তাকে অপরাধের জন্য আটক করেছে, সে এতিমদের টাকা মেরে খেয়েছে,তার ব্যাপারে আদালত সিদ্বান্ত দিবে। আওয়ামী লীগ অনেক সুসংগঠিত দল। প্রশাসন অনেক সুশৃঙ্খল। বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না।প্রতিনিধি দলে আরও ছিলেন Dr. Eric Huttner, Australian Centre for International Agriculture Research; Dr. Richard James, Senior Scientist CSIRO Australia; Dr.M.G Neogi , Deputy Project Leader, University of Western Australia.এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন,জনসংযোগ কর্মকর্তা।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর