July 27, 2024, 10:29 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আসা-যাওয়া রুখতে নজরদারি বাড়িয়েছে বিজিবি ও পুলিশ। সম্প্রতি হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় রোহিঙ্গা তিন কিশোর। এরপর থেকেই নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার জিল্লুর রহমানবলেন, সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় থাকে। এর ওপর সম্প্রতি হিলিতে রোহিঙ্গা তিন শিশু-কিশোর আটক হওয়ায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কোনও রোহিঙ্গাসহ অন্য যেকোনও মানুষ অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সীমান্তে বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলেরও ব্যবস্থা করা হয়েছে। পুরো সীমান্ত এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় চলাচলকারীদের গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনবলেন, হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ২৫ জুলাই রোহিঙ্গা তিন শিশু-কিশোরকে আটক করে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে হিলি সীমান্তের প্রবেশমুখে বিভিন্ন পয়েন্টে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর