April 27, 2025, 6:37 pm

সংবাদ শিরোনাম
নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আসা-যাওয়া রুখতে নজরদারি বাড়িয়েছে বিজিবি ও পুলিশ। সম্প্রতি হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় রোহিঙ্গা তিন কিশোর। এরপর থেকেই নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার জিল্লুর রহমানবলেন, সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় থাকে। এর ওপর সম্প্রতি হিলিতে রোহিঙ্গা তিন শিশু-কিশোর আটক হওয়ায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কোনও রোহিঙ্গাসহ অন্য যেকোনও মানুষ অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সীমান্তে বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলেরও ব্যবস্থা করা হয়েছে। পুরো সীমান্ত এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় চলাচলকারীদের গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনবলেন, হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ২৫ জুলাই রোহিঙ্গা তিন শিশু-কিশোরকে আটক করে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে হিলি সীমান্তের প্রবেশমুখে বিভিন্ন পয়েন্টে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর