January 11, 2025, 11:57 pm

সংবাদ শিরোনাম
মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইমার্জিং টিম

শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইমার্জিং টিম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সফরে শুভ সূচনা করলো শ্রীলঙ্কা ইমার্জিং টিম। গতকাল রোববার সাভারে প্রথম একদিনের ম্যাচে তাদের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ইমার্জিং টিম। ওয়ানিন্দু হাসারাঙ্গার অলরাউন্ড নৈপুণ্যে স্বাগতিকদের ১৮৬ রানে হারিয়েছে লঙ্কানরা। সাভারে বিকেএসপির মাঠে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। চারিথ আসালানকা ও হাসারাঙ্গার ফিফটিতে ৭ উইকেটে ৭ উইকেটে করে ৩০৪ রান। বল হাতেও বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর ছিলেন হাসারাঙ্গা। এই লেগ স্পিনার ৪ উইকেট নিয়ে ২৮.৩ ওভারে ১১৮ রানে বাংলাদেশকে গুটিয়ে দিতে অবদান রাখেন। সপ্তম ও নবম ওভারে শফিকুল ইসলাম ৫৯ রানের মধ্যে দুই ওপেনার পাথুম নিসানকা (১৮) ও সান্দুন বীরাকোডিকে (৩১) ফেরান। এই ধাক্কা লঙ্কানরা কাটিয়ে ওঠে। আসালানকা ৭১ ও হাসারাঙ্গা ৭০ রান করে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন। শফিকুলের সঙ্গে শহীদুলও দুই উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলার। বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় লক্ষ্যে নেমে লঙ্কান স্পিনে টালমাটাল হয়ে পড়ে। হাসারাঙ্গার সঙ্গে ঘূর্ণি জাদু দেখান আমিলা আপোনসো। তিনি নেন ২টি উইকেট। সমান উইকেট পান পেসার শিরান ফের্নান্ডো ও নুয়ান থুসারা। বাংলাদেশের পক্ষে ওপেনার সাইফ হাসান ইনিংস সেরা ৫০ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন আফিফ হোসেন (১৯) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১০)। তিন ম্যাচের এই সিরিজে ১-০ তে এগিয়ে থেকে আগামি বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

Share Button

     এ জাতীয় আরো খবর