January 12, 2025, 7:02 am

কখনও হাল ছাড়ে না রিয়াল: জিদান

কখনও হাল ছাড়ে না রিয়াল: জিদান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার কাছে হারাটা বেদনাদায়ক ছিল বলে জানালেন জিনেদিন জিদান। তবে দলের ঘুরে দাঁড়ানো নিয়ে প্রত্যয়ী রিয়াল মাদ্রিদের এই কোচ।

নিজেদের মাঠে শনিবার চলতি লা লিগায় প্রথম ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারে রিয়াল। প্রতিপক্ষ দলের হয়ে গোল করেন লুইস সুয়ারেস, লিওনেল মেসি ও আলেইশ ভিদাল।

এই হারে শিরোপার লড়াই থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়ল বর্তমান চ্যাম্পিয়নরা।

চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এই হার কষ্টদায়ক মানলেও রিয়াল কোনো সংকটে আছে বলে মনে করেন না জিদান।

“আমরা বাজে খেলিনি। এই কারণে এটা আরও বেশি বেদনাদায়ক।”

“আমরা ব্যথিত। কারণ এটা বেদনাদায়ক পরাজয়। সেই সঙ্গে এটা নিশ্চিত যে, আমরা লড়াই ছেড়ে দেব না। যতটা সম্ভব আমরা এখন বিশ্রাম নেব। আমরা এক সপ্তাহের একটা বিরতি পাব। এরপর আগের থেকে বেশি শক্তিশালী রূপে ফিরব। যাই ঘটুক, রিয়াল মাদ্রিদ কখনো হাল ছাড়ে না।”

বড়দিনের বিরতির আগে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জিদানের দল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর