বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা শ্রীলঙ্কা সিরিজের জন্য
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুটি সিরিজসহ তিনটি সিরিজকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই তিনটি সিরিজ হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে। এসব সিরিজকে সামনে রেখে আগামি ২৭ ডিসেম্বর প্রস্তুতি মিশন শুরু হবে। গত ১৫ অক্টোবর চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর বাংলাদেশের জন্য এটি ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। এর মধ্যে হাথুরু শ্রীলঙ্কার কোচ হওয়ায় বাংলাদেশকে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
জাতীয় দলের নির্বাচকরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগে দেশের ক্রিকেটারদের পারফরমেন্স গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তাই বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও ওঠে এসেছেন দলের প্রাথমিক তালিকায়। তাছাড়া বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও দুর্দান্ত ফর্মে আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘরের মাটিতে ভাল করলেও এখনো দেশের বাইরে অনেক উন্নতির প্রয়োজন আছে বলে মনে করছেন অনেকে।
দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, আসন্ন হোম সিরিজের জন্য আমাদের হাতে যেসব বিকল্প আছে তা অন্তর্ভুক্ত করব। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং যে দেশের মাটিতে অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নামব। তাছাড়া সাম্প্রতিক সময়ে আমরা যে সিরিজ তার প্রভাব কি হতে পারে সে বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
বাংলাদেশের প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, নাজমুল ইসলাম অপু, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জাহেদ, সুবাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম শান্ত, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।