January 12, 2025, 1:51 am

অভিযোগ থেকে মুক্তি দ্রাবিড়ের

অভিযোগ থেকে মুক্তি দ্রাবিড়ের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সম্প্রতি স্বার্থজনিত সংঘাতে ধারাবাহিক অভিযোগের স্রোত বইছে ভারতীয় ক্রিকেটে। যারা বোর্ডের স্বার্থে জড়িত থেকেও সংযুক্ত থেকেছেন আরও কিছুর সঙ্গে। তাতে স্বার্থজনিত সংঘাতের অভিযোগের মুখে পড়েছিলেন শচীন, গাঙ্গুলী ও লক্ষ্ণণরা। এবার রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও তা থেকে মুক্তি মিলেছে ভারতীয় ব্যাটিং গ্রেটের। কিছুদিন আগে রাহুল দ্রাবিড়কে প্রধান করা হয় ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির। দ্রাবিড় অবশ্য একই সঙ্গে একটি কোম্পানির হয়ে কাজও করছেন। যে প্রতিষ্ঠান আইপিএলে একটি দলের মালিকও! ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য অভিযোগের পর সরাসরি জানিয়ে দিয়েছে কোনও ধরনের স্বার্থ ভঙ্গ হয়নি দ্রাবিড়ের। কারণ, ‘রাহুলের ক্ষেত্রে কিন্তু কোনও স্বার্থজনিত সংঘাত নেই। তার কাছে একটি নোটিশ এসেছে, আমরা তার নিয়োগ প্রক্রিয়া সঠিক বলে জানিয়ে দিয়েছি। বোর্ডের পক্ষে কোনও সমস্যা চোখে পড়েনি। কিন্তু ন্যায়পালের কাছে যদি কোনও বিপত্তি চোখে পড়ে তাহলে প্রতিউত্তর দেওয়া হবে।’ দ্রাবিড়ের বিপক্ষে এই অভিযোগ এনেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডেরই রাজ্য অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এমন অভিযোগের পর বোর্ডের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো গাঙ্গুলী অবশ্য সমালোচনা করেছেন। টুইট করে বলেছেন, ‘ভারতের ক্রিকেটে নতুন ফ্যাশন চলছেৃ স্বার্থজনিত সংঘাত।’

Share Button

     এ জাতীয় আরো খবর