July 27, 2024, 5:30 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

পাঁচ স্তরের নিরাপত্তা ঈদ জামাত ঘিরে ডিএমপির

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর সর্ববৃহৎ ঈদ জামাতে জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররম কেন্দ্রিক পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ও ছাতা ছাড়া সঙ্গে কিছুই আনতে পারবেন না মুসল্লিরা। তবে প্রয়োজন মনে করলে তল্লাশির পর মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করবেন।গত শনিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ সব কথা জানান।তিনি জানান, শুধু জাতীয় ঈদগাহ নয়, রাজধানীর ছোট-বড় সব ঈদ জামাত ঘিরেই ডিএমপি সুদৃঢ় এবং সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে।এ সময় তিনি নগরবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, যত্রতত্র কোরবানি না করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।জাতীয় ঈদগাহের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি আন্তঃবেষ্টনী-বহিঃবেষ্টনি ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ওয়াচ টাওয়ার থেকে সার্বিক পরিস্থিতি নজরদারি করা হবে। অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করবে।তিনি আরও বলেন, বিপুলসংখ্যক সদস্য সাদা পোশাকে অবস্থান করবেন। সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। ঈদগাহ মাঠে মুসল্লিদের প্রবেশ এবং চলাচল নির্বিঘ্নে করতে আব্দুল গণি রোড, দোয়েল চত্বর, মৎস্য ভবন মোড়সহ কয়েকটি ব্যারিকেড থাকবে। এ সব রাস্তা দিয়ে ঈদগাহের দিকে পায়ে হেঁটে আসতে হবে। ব্যারিকেডের ভেতরে সবাইকে তল্লাশি করে প্রবেশ করতে দেয়া হবে। যারা জামাতে আসবেন তারা সঙ্গে দাহ্যপদার্থ, ব্যাগ, ছুরি, দিয়াশলাই নিয়ে আসবেন না।নিরাপত্তার স্বার্থে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানিয়ে মুসল্লিদের উদ্দেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মাঠের প্রধান গেটে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। সেখানে দৈবচয়নের ভিত্তিতে আরও ব্যাপক তল্লাশি চালানো হতে পারে। নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আগত মুসল্লিদের পুলিশকে সহায়তার অনুরোধ জানাচ্ছি।পুরো নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ৪-৫ দিন আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে ডিএমপি কমিশনার স্পেশাল ওয়েপনস অ্যাড ট্যাকটিক্স (সোয়াট) এবং কে-নাইন (ডগ স্কোয়াড) দলের নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর