July 27, 2024, 10:32 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ভারত গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ’র সঙ্গে বৈঠক আজ

ভারত গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ’র সঙ্গে বৈঠক আজ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ বুধবার। দিল্লিতে অনুষ্ঠিতব্য এ বৈঠকে নিরাপত্তা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে। এছাড়া, দুই দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জোর দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ভারতে বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। সেক্ষেত্রে, এ বৈঠকে প্রথমবারের মতো ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে জোর দেওয়া হবে। একইসঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদক পাচার, সীমান্তে জাল টাকা পাচার ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে এ বৈঠকে। সীমান্ত হত্যা আগের চেয়ে কমে আসলেও পুরোপুরি বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যায় জোর দেওয়া হবে। বাংলাদেশ-ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীদের এটা নিয়মিত বৈঠক। গত বছর জুন মাসে স্বরাষ্ট্র পর্যায়ের ৬ষ্ঠ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের তৎকালীন মন্ত্রী রাজনাথ সিং।

Share Button

     এ জাতীয় আরো খবর