সনি ও এলজি’র স্মার্টফোন বিক্রি কমছে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন বিক্রি দিন দিন কমছে সনি ও এলজি’র। এক বছর আগের চেয়ে সর্বশেষ প্রান্তিকে আরও কমেছে দুই প্রতিষ্ঠানের স্মার্টফোন বিক্রি।
এলজি’র প্রতিবেদনে বলা হয় এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে এবারে স্মার্টফোন বিভাগে বিক্রি কমেছে ২১ শতাংশ। একই সময়ে সনির বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
স্মার্টফোন বিক্রি কমার জন্য “৪জি প্রিমিয়ায় মডেলের বিক্রিতে ধীর গতি এবং বাজারের প্রতিযোগিতার” কথা বলেছে এলজি। প্রতিষ্ঠানের প্রথম ৫জি ফোন এলজি ভি৫০ সম্প্রতি উন্মোচন করা হলেও বিক্রি বাড়েনি,।
অন্যদিকে চলতি বছর স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ৫০ লাখ থেকে কমিয়ে ৪০ লাখে এনেছে সনি।
সম্প্রতি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে উভয় প্রতিষ্ঠানই। ২১:৯ অনুপাতের পর্দাযুক্ত লম্বাটে চেহারার এক্সপেরিয়া ১ উন্মোচন করেছে সনি। আর জি৮ উন্মোচন করেছে এলজি। তবে ডিভাইস দু’টি পর্যালোচকদের তেমন সন্তুষ্ট করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।