January 12, 2025, 6:41 am

রাসেল ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নেই

রাসেল ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নেই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনই আন্তর্জাতিক ম্যাচে খেলার মতো অবস্থায় নেই আন্দ্রে রাসেল। ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।

হাঁটুর চোটে বিশ্বকাপের মাঝপথ থেকে ছিটকে যান রাসেল। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নির্ভর করছিল ফিটনেসের ওপর। পুরোপুরি সেরে না ওঠায় খেলবেন না প্রথম দুই ম্যাচে।

রাসেলের চোটে দলে এসেছেন জেসন মোহাম্মদ। গত বছর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সবশেষ দেশের হয়ে খেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গত বছর এপ্রিলে পাকিস্তান সফরে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তিন ম্যাচ মিলিয়ে করেছিলেন কেবল ২৮ রান।

ফ্লোরিডায় শনিবার ও রোববার হবে প্রথম দুই ম্যাচ। মঙ্গলবার গায়ানায় হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রামবল (উইকেটরক্ষক), জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারাইন, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল (শুধু তৃতীয় টি-টোয়েন্টি), ওশান টমাস, জেসন মোহাম্মদ।

Share Button

     এ জাতীয় আরো খবর