January 12, 2025, 10:16 am

শ্রীলংকা এতো বেশি বেতনে হাথুরুকে রাখবে না

শ্রীলংকা এতো বেশি বেতনে হাথুরুকে রাখবে না

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চলে যেতে বলা হয়েছে- গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী হারিনন ফার্নান্দো বলেছেন তিনজন ‘আন্তর্জাতিক শীর্ষ ক্রিকেট কোচের’ মধ্য থেকে কাউকে বেছে নেয়ার কথা ভাবছে শ্রীলংকা।

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যর্থতার পর নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষেই হাথুরু এবং তার সহকারীদের বিদায় করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ফার্নান্দো বলেন, তিনজন শীর্ষ আন্তর্জাতিক কোচ হাথুরুর বদলি হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। হাথুরুর রাম উল্লেখ করে মন্ত্রী বলেন কোচের মাসিক পারিশ্রমিক চল্লিশ হাজার ডলার, অনেক বেশি। তিনি আরো বলেন, ‘আমরা যদি মাত্র ৩৫ শতাংশ ম্যাচ জিতি তবে এত বেশি পারিশ্রমিক দিয়ে কোচ রাখার কোন প্রয়োজন আমাদের নেই।’

ফার্নান্দো বলেন, আন্তর্জাতিক কোচরা মাসিক সতের হাজার পাঁচশ থেকে পঁচিশ হাজার ডলার বেতন চাচ্ছে। তবে তিনি তাদের নাম বলেননি। হাথুরু কম বেতনে থাকতে চাইলে থাকতে পারেন।

তিনি বলেন,‘ এখন আমরা যে বেতন দিচ্ছি তাতে আমরা দুইজন বিদেশী কোন পেতে পারি।’ ‘এই মুহূর্তে আমরা যে বেশি পরিমাণ বেতন দিচ্ছি অবশ্যই সেটা কমাতে হবে। তারা রাজি না হলে তারা চলে যেতে পারে।’ খবর বাসসের।

Share Button

     এ জাতীয় আরো খবর