মেয়াদ বাড়ল আর্জেন্টিনার কোচের
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মেয়াদ বাড়িয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে দলের দায়িত্বে থাকবেন তিনি।
মঙ্গলবার স্কালোনির চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় এএফএ। তরুণ এই কোচের অধীনে এ বছর ব্রাজিলে হওয়া কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করে আর্জেন্টিনা।
এএফএ এক বিবৃতিতে জানায়, আগামি বছর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের বাছাইপর্বে কোচ হিসেবে কাজ করে যাবেন লিওনেল স্কালোনি।
গত বছর রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে চাকরি হারানো হোর্হে সাম্পাওলির জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনিকে দায়িত্ব দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক প্রীতি ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর আরেক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।