March 24, 2025, 4:19 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

পৃথ্বীশ কফ সিরাপ খেয়ে ৪ মাস নিষিদ্ধ

পৃথ্বীশ কফ সিরাপ খেয়ে ৪ মাস নিষিদ্ধ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ডোপিংয়ের দায়ে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের ভবিষ্যৎ শচীন টেন্ডুলকার খ্যাত ওপেনার পৃথ্বী শ। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিষিদ্ধ করেছে পৃথ্বীকে।

ফলে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারবেন ১৯ বছর বয়সী এই তরুণ খেলোয়াড়।

২০১৮ সালের অক্টোবরে টেস্ট আঙিনায় পথচলা শুরু হয় পৃথ্বীর। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনার হিসেবে খেলতে নেমে বিশ্বকে চমকে দেন তিনি। ১৯টি চারে ১৫৪ বলে ১৩৪ রান করেন পৃথ্বী। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের টেস্টের দুই ইনিংসে ৭০ ও অপরাজিত ৩৩ রান করেন তিনি। এমন ব্যাটিং নৈপুণ্যের পর ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে ভারতের ভবিষ্যৎ টেন্ডুলকার বলে ভভিহিত করেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ হয় পৃথ্বীর। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। আশা ছিলো ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারো দলে ফিরবেন পৃথ্বী। কিন্তু হিপ ইনজুরির কারণে দলে সুযোগ পাননি পৃথ্বী। তবে এরইমধ্যে ডোপ টেস্টে ধরা পড়েন এই ডান-হাতি ব্যাটসম্যান।

বিসিসিআই জানায়, পৃথ্বী অসাবধানবশত নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন, সাধারণত যা কফ সিরাপে পাওয়া যায়। তার মুত্রে নমুনাতে ‘টারবিউটালিন’ পাওয়া যায়। বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং নিয়মের ২.১ ধারা ভঙ্গ করায় নিষিদ্ধ করা হয়েছে পৃথ্বীকে।

অবশ্য অনিচ্ছাকৃত এই ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়েছেন পৃথ্বী। তিনি লিখেছেন, ‘আমি আজ জানতে পেরেছি, আগামি ১৫ নভেম্বর পর্যন্ত ক্রিকেট খেলতে পারবো না। গত ফেব্রুয়ারিতে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলার সময় সিরাপ ব্যবহার করেছি। সেখান থেকেই ডোপ টেস্টে পজিটিভ হয়। দ্রুত সুস্থতার জন্য আমি এটি নিয়েছিলাম এবং আশা করি এই ঘটনা অন্যান্যের সচেতন করবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর