January 12, 2025, 10:24 am

কাশ্মির সীমান্তে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ধোনি

কাশ্মির সীমান্তে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ধোনি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মহেন্দ্র সিং ধোনি। মাঠে না থাকলেও নিজ দেশের হয়ে এর চেয়ে বড় দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক। জম্মু ও কাশ্মির সীমান্তে বুধবার থেকে শুরু হচ্ছে তার টহলদারির দায়িত্ব।

ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ধোনির নামটা আগে থেকেই পরিচিত। আর এই পদাধিকার বলেই সীমান্তে টহলের দায়িত্ব পালন করবেন আগামি ১৫ দিন।

ভারতীয় সেনাবাহিনীর সংরক্ষিত এই ফোর্সে সাধারণত বেসামরিক লোকজন স্বল্প পরিসরে সেনাদের সহায়তায় কাজ করতে পারেন। ধোনি যে ফোর্সের সঙ্গে কাজ করছেন তার নাম ভিক্টর ফোর্স। সেখানে ধোনি আপাতত টহলদারি, গার্ড ও পোস্ট ডিউটি পালন করবেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ধোনির চাওয়াতেই বিশেষ এই সূচি অনুমোদন দিয়েছেন তারা।

প্যারাট্রুপার হিসেবে আগে থেকেই ট্রেনিং নেওয়া আছে ধোনির। উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়ার ট্রেনিংও নিয়েছেন। ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, এটিও ট্রেনিংয়েরই অংশ ধোনির। এখানে নির্ধারিত টহল ও নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনি। একই সঙ্গে থাকবেন তার ফোর্সের সঙ্গেই।

মনে করা হচ্ছে তরুণদের আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যেই সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

Share Button

     এ জাতীয় আরো খবর