April 27, 2025, 8:34 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

গণপিটুনিতে অংশ নেওয়া ১০০ জন ধরা -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

মাওলানা হাফেজ মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদেশে ভালো কাজ হোক, তা কেউ কেউ চায় না। মূলত এরাই দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের কোনো উন্নয়ন ভালোভাবে নেয় না। জনগণ গুজব বিশ্বাস করে না। কিন্তু গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় এরা। গুজবে পড়ে নিরীহ মানুষকে গণপিটুনি দেওয়া ১০০ জনকে ধরা হয়েছে; আরও ধরা হবে।গত ২৮ জুলাই ২০১৯ ইং তারিখ  রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মধ্যপ্রাচ্য থেকে গুজব ছড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করে তারা দেশে টিকতে না পেরে বিদেশে পালায়। সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং ওইখান থেকেই এই তৎপরতা চালায়।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল  আরও বলেন, বন্যায় বেশিরভাগ রেল ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে এগুলো মেরামত করতে বলেছি। এ কারণে এবার ঈদ যাত্রায় নদীপথে একটা চাপ থাকবে। এতে দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য নৌপুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।প্রিয়া সাহার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে এমন প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর দেননি মন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের তৎপরতা কাজে আসবে না। উপাসনালয়ের দায়িত্বে যারা থাকেন, তারা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অবদান রেখেছেন। আগামীতেও তাদের অবদান রাখতে আহ্বান জানাই।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর