July 27, 2024, 9:04 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গণপিটুনিতে অংশ নেওয়া ১০০ জন ধরা -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

মাওলানা হাফেজ মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদেশে ভালো কাজ হোক, তা কেউ কেউ চায় না। মূলত এরাই দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের কোনো উন্নয়ন ভালোভাবে নেয় না। জনগণ গুজব বিশ্বাস করে না। কিন্তু গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় এরা। গুজবে পড়ে নিরীহ মানুষকে গণপিটুনি দেওয়া ১০০ জনকে ধরা হয়েছে; আরও ধরা হবে।গত ২৮ জুলাই ২০১৯ ইং তারিখ  রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মধ্যপ্রাচ্য থেকে গুজব ছড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করে তারা দেশে টিকতে না পেরে বিদেশে পালায়। সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং ওইখান থেকেই এই তৎপরতা চালায়।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল  আরও বলেন, বন্যায় বেশিরভাগ রেল ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে এগুলো মেরামত করতে বলেছি। এ কারণে এবার ঈদ যাত্রায় নদীপথে একটা চাপ থাকবে। এতে দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য নৌপুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।প্রিয়া সাহার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে এমন প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর দেননি মন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের তৎপরতা কাজে আসবে না। উপাসনালয়ের দায়িত্বে যারা থাকেন, তারা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অবদান রেখেছেন। আগামীতেও তাদের অবদান রাখতে আহ্বান জানাই।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর