September 8, 2024, 8:48 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

নিউ জিল্যান্ড চার স্পিনার নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে

নিউ জিল্যান্ড চার স্পিনার নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম লড়াই শ্রীলঙ্কায়। সেই চ্যালেঞ্জ জিততে কন্ডিশনের দাবিকেই প্রাধান্য দিল নিউ জিল্যান্ড। চার জন স্পিনার নিয়ে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা।

দুই ম্যাচের এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু করবে দুই দলই। নিউ জিল্যান্ড দলে অফ স্পিনার উইলিয়াম সমারভিল, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের সঙ্গে আছেন আরেক বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও লেগ স্পিনার টড অ্যাস্টল।

৩৫ ছুঁইছুঁই সমারভিল গত ডিসেম্বরে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে নিয়েছেন ৭ উইকেট। ওই সিরিজেই ১৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এজাজ।

ওয়ানডে দলের নিয়মিত মুখ স্যান্টনার চোটের কারণে দীর্ঘদিন ছিলেন টেস্ট দলের বাইরে। সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের ডিসেম্বরে। অ্যাস্টলের টেস্ট অভিষেক হয়েছিল ২০১২ সালে শ্রীলঙ্কাতেই। এই সাত বছরে খেলতে পেরেছেন কেবল চারটি টেস্ট। তার জন্য এটি আরেকটি সুযোগ।

চার স্পিনারকে জায়গা দিতে পেস বোলিংয়ের দেশ নিউ জিল্যান্ডের ১৫ জনের স্কোয়াডে পেসার কেবল ৩ জন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নিল ওয়েগনার। সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।

উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের সঙ্গে রিজার্ভ কিপার হিসেবে যাচ্ছেন টম ব্লান্ডেল।

আগামী ১৪ অগাস্ট গল টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট ২২ অগাস্ট থেকে কলম্বোতে।

টেস্টের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, জিত রাভাল, উইলিয়াম সমারভিল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং।

Share Button

     এ জাতীয় আরো খবর