January 12, 2025, 3:54 pm

মুশফিকের ৬ হাজার রান

মুশফিকের ৬ হাজার রান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মালিক হলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। গতকাল কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। বিশ্বের ৬১তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করলেন ২১৫তম ম্যাচ খেলতে নামা মুশি। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে ২১৪ ম্যাচের ২০০ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে মুশফিকের রান ছিল ৫৯৯২। ফলে ৬হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৮ রান প্রয়োজন ছিলো তার। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে শ্রীলংকার অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়ার দ্বিতীয় বল স্কয়ার লেগে পাঠিয়ে দিয়ে ১ রান নিয়ে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৬ হাজার রান করেছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

Share Button

     এ জাতীয় আরো খবর