January 12, 2025, 3:17 pm

১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিমের অভিষেক

১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিমের অভিষেক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হলো বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম ইকবালের। আজ কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস করতে নেমে ৫০ ওভার ফর্মেটে দেশের চতুর্দশতম অধিনায়ক হিসেবে নিজের নাম লেখান তামিম।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তামিমের। তবে সেটি টেস্টে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। কারণ ঐ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। তাই দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দিতে হয় তামিমকে। আড়াই বছর পর আবারো দলের নেতৃত্বে তামিম। তবে ওয়ানডে ফরম্যাটে।

ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়কদের পরিসংখ্যান :

অধিনায়ক ম্যাচ জয় হার পরিত্যক্ত

মাশরাফি বিন মর্তুজা (২০১০-২০১৯) ৮৫ ৪৭ ৩৬ ২

হাবিবুল বাশার (২০০৪-২০০৭) ৬৯ ২৯ ৪০ ০

সাকিব আল হাসান (২০০৯-২০১৭) ৫০ ২৩ ২৬ ১

মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯) ৩৮ ৮ ৩০ ০

মুশফিকুর রহিম (২০১১-২০১৪) ৩৭ ১১ ২৪ ২

খালেদ মাসুদ (২০০১-২০০৬) ৩০ ৪ ২৪ ২

আমিনুল ইসলাম (১৯৯৮-২০০০) ১৬ ২ ১৪ ০

আকরাম খান (১৯৯৫-১৯৯৮) ১৫ ১ ১৪ ০

খালেদ মাহমুদ (২০০৩-২০০৩) ১৫ ০ ১৫ ০

গাজী আশরাফ (১৯৮৬-১৯৯০) ৭ ০ ৭ ০

নাইমুর রহমান (২০০০-২০০১) ৪ ০ ৪ ০

মিনহাজুল আবেদিন (১৯৯০-১৯৯০) ২ ০ ২ ০

রাজিন সালেহ (২০০৪-২০০৪) ২ ০ ২ ০

Share Button

     এ জাতীয় আরো খবর