March 21, 2025, 9:18 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

এবার কি বন্ধ্যাত্ব ঘুচবে বাংলাদেশের?

এবার কি বন্ধ্যাত্ব ঘুচবে বাংলাদেশের?

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আজ থেকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শুরু করছে বাংলাদেশ। অবাক করার মত হলেও, সত্যিই যে শ্রীলংকার বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারের সিরিজেই কি সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে তামিমের নেতৃত্বাধীন দলটি! এটিও এখন আলোচনার তালিকাতে অবস্থান করছে। ২০০২ সালে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা। প্রতিপক্ষের মাটিতে তিন ম্যাচের সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে আবারো শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে টাইগাররা। পরের বছরই বাংলাদেশ সফরে আসে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উেেইকট জিতে লংকানরা। পরের ম্যাচে দারুন জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। আফতাব আহমেদের অলরাউন্ড নৈপুন্যে ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। সেটিই ছিলো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়। সিরিজের প্রথম দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ঐ ম্যাচটি ৭৮ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলংকা। ২০০৭ সালে আবারো শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০১৩ সালে দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলংকার মুখোমুখি হয় টাইগাররা। শ্রীলংকার মাটিতে খেলতে গিয়ে ঐবার আর সিরিজ হারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। হাম্বানটোটায় প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে শ্রীলংকা। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানেড বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডে ৩ উইকেটে জিতে সিরিজ সমতায় শেষ করে বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলংকা। ২০১৭ আবারো শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ডাম্বুলায় প্রথম ওয়ানডে ৯০ রানে জিতে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ানডে ৭০ রানে জিতে সিরিজ সমতায় শেষ করতে পারে শ্রীলংকা। তাই শ্রীলংকার বিপক্ষে সাতবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেও সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ। এবার তামিমের নেতৃত্বাধীন দলটি সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারে কি-না, সেটির অপেক্ষা করতে হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের।

 

Share Button

     এ জাতীয় আরো খবর