July 27, 2024, 6:56 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এবার কি বন্ধ্যাত্ব ঘুচবে বাংলাদেশের?

এবার কি বন্ধ্যাত্ব ঘুচবে বাংলাদেশের?

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আজ থেকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শুরু করছে বাংলাদেশ। অবাক করার মত হলেও, সত্যিই যে শ্রীলংকার বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারের সিরিজেই কি সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে তামিমের নেতৃত্বাধীন দলটি! এটিও এখন আলোচনার তালিকাতে অবস্থান করছে। ২০০২ সালে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা। প্রতিপক্ষের মাটিতে তিন ম্যাচের সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে আবারো শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে টাইগাররা। পরের বছরই বাংলাদেশ সফরে আসে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উেেইকট জিতে লংকানরা। পরের ম্যাচে দারুন জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। আফতাব আহমেদের অলরাউন্ড নৈপুন্যে ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। সেটিই ছিলো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়। সিরিজের প্রথম দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ঐ ম্যাচটি ৭৮ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলংকা। ২০০৭ সালে আবারো শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০১৩ সালে দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলংকার মুখোমুখি হয় টাইগাররা। শ্রীলংকার মাটিতে খেলতে গিয়ে ঐবার আর সিরিজ হারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। হাম্বানটোটায় প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে শ্রীলংকা। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানেড বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডে ৩ উইকেটে জিতে সিরিজ সমতায় শেষ করে বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলংকা। ২০১৭ আবারো শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ডাম্বুলায় প্রথম ওয়ানডে ৯০ রানে জিতে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ানডে ৭০ রানে জিতে সিরিজ সমতায় শেষ করতে পারে শ্রীলংকা। তাই শ্রীলংকার বিপক্ষে সাতবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেও সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ। এবার তামিমের নেতৃত্বাধীন দলটি সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারে কি-না, সেটির অপেক্ষা করতে হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের।

 

Share Button

     এ জাতীয় আরো খবর