January 12, 2025, 3:37 pm

ইংল্যান্ডে আইরিশদের লিড ১২২ রানের

ইংল্যান্ডে আইরিশদের লিড ১২২ রানের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমে প্রথম দিনের খেলা শেষে বড় লিড নিয়েছে আয়ারল্যান্ড। লর্ডসে তারা ২০৭ রানে গুটিয়ে গেলেও প্রথম ইনিংসে ১২২ রানে এগিয়ে। টিম মার্টাগের বোলিং তোপে মাত্র ৮৫ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। তিনি ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনে ধস নামান, এরপর বড় লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করেনি আইরিশরা। যদিও ৪৫ রানের মধ্যে দুই ওপেনার উইলিয়ামস পোর্টারফিল্ড (১৪) ও জেমস ম্যাককলাম (১৯) ফিরে গেছেন। এরপর পল স্টারলিংয়ের সঙ্গে ৮৭ রানের ইনিংস সেরা জুটি গড়েন অ্যান্ডি বালবিরনি। স্টারলিং ৩৬ রানে আউট হলে এই জুটি ভাঙে। সফরকারীরা বাকি উইকেটগুলো হারায় ৭৫ রানের ব্যবধানে। বালবিরনি ইনিংস সেরা ৫৫ রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত ছিলেন কেভিন ও’ব্রায়েন। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড, ওলি স্টোন ও স্যাম কারান তিনটি করে উইকেট নেন। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ইংল্যান্ড এক ওভার শেষে রানের খাতা খুলতে পারেনি। ওপেনার ররি বার্নসের সঙ্গে নাইটওয়াচম্যান হয়ে খেলতে নামেন জ্যাক লিচ।

Share Button

     এ জাতীয় আরো খবর