January 12, 2025, 3:45 pm

বাংলাদেশের জয় পেতে সমস্যা হবে না : তামিম

বাংলাদেশের জয় পেতে সমস্যা হবে না : তামিম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আজ শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে শুরু করছে বাংলাদেশ-শ্রীলংকা। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলংকার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। তাই এ ম্যাচটি রুপ নিয়েছে মালিঙ্গাময়। ১৫ বছর ধরে শ্রীলংকার পেস অ্যাটাককে সামলানো মালিঙ্গার ওয়ানডে বিদায়টা জয় দিয়ে করতে চায় শ্রীলংকা। তবে মালিঙ্গাময় ম্যাচে নিজেদের নিয়েই বেশি ভাবছে দল বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘মালিঙ্গার বিদায়ী ম্যাচে বাংলাদেশের জয় পেতে সমস্যা হবে না।’ ফর্মে থাকার পরও তরুণদের সুযোগ করে দিতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছেন মালিঙ্গা। বোর্ড-অধিনায়কের অনুরোধ রাখছেন না তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে ৫০ ওভারের ম্যাচকে বিদায় বলে দিচ্ছেন ২২৫টি ওয়ানডের মালিক মালিঙ্গা। তবে টি-২০ ফরম্যাটে খেলে যাবেন এই পেসার। ২২৫ ওয়ানডের ৩৩৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা। বিশ্ব ক্রিকেটে অন্যতম পেসারদের একজন তিনি। এমনটা মনে করেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি এই খেলার গ্রেট অ্যাম্বাসেডর। আজ তার জন্য বিশেষ একটি ম্যাচ। কিন্তু একটি বিষয় ঠিক যে, মালিঙ্গার যে কাল শেষ ম্যাচ সেটি আমাদের মাথায় থাকবে না। আমরা আমাদের সেরাটাই খেলার চেষ্টা করবো। বাংলাদেশের জন্য আমরা ম্যাচ জয়ের চেষ্টা করবো।’ এমন সময় ১৫ বছরের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলতে পেরে খুশী মালিঙ্গা। প্রথম ওয়ানডের আগে গতকাল নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মালিঙ্গা বলেন, ‘এই সময় ওয়ানডেকে বিদায় বলতে পেরে আমি বেশ খুশী। নতুন খেলোয়াড়দের নিজেদের প্রমানের এটি ভালো সুযোগ এবং আগামি বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেও পারবে।’ ওয়ানডে ক্রিকেটে গতকাল শেষ অনুশীলনে ৩৫ বছর মালিঙ্গা আরও বলেন, ‘আমাদের কিছু সমস্যা মোকাবেলা করতে হয়েছে। কিন্তু আমরা আরও একটি বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখি। নতুন যারাই আসবে তারা বিশ্বাস করতে শিখবে ভালো কিছু করার। খেলার প্রতি তাদের ইচ্ছে থাকতে হবে এবং দলের ভালো কিছু করতে হবে।’ শ্রীলংকার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ওয়ানডেকে বিদায় দিবেন মালিঙ্গা। তিনি বলেন, ‘দুই বছর আগে নিবার্চকরা তাকে বিবেচনায় রাখেনি। কিন্তু বিশ্বকাপের জন্য নিজেকে প্রমান করেছি।’ লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে নিজের সামর্থ্য দেখান মালিঙ্গা।

Share Button

     এ জাতীয় আরো খবর