January 12, 2025, 7:08 pm

সংবাদ শিরোনাম

আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টিম মুরতাগের পাঁচ উইকেট শিকারে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লর্ডসে গতকাল বুধবার প্রথম দিন সকালে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। ক্রিকেটর তীর্থ ভুমি লর্ডসে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। কাউন্টি দল মিডলসেক্সের হয়ে খেলা মুরতাগের নয় ওভারে মাত্র ১৩ রানে পাঁচ উইকেট শিকারে ঐতিহাসিক এ মাঠে নিজেদের প্রথম ম্যাচে দারুন শুরু করে আয়ারল্যান্ড। গত বছর টেস্ট মর্যাদা পাওয়া আইরিশরা এ ম্যাচ দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে। ৩৭ বছর বয়সী আয়ারল্যান্ডেনর প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকারের নজির গড়েন। গত ১৪ জুলাই এ মাঠেই প্রথমবারের মত ৫০ ওভার ফর্মেটের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড শেষ পর্যন্ত মাত্র ২৩.৪ ওভারেই অলআউট হয়ে যায়। এর আগে ১৯৩৮ সালে প্রথমবার এক সেশনে অলআউট হয়েছিল ইংলিশরা। তবে গত তিন বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এক শেসনেই ১০ উইকেট হারনোর রেকর্ড গড়লো স্বাগতিকরা। যা কিনা আগামি সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া এ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের জন্য একটা বড় দু:শ্চিন্তা। এর আগে ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে ৭৭ এবং গত জানুয়ারীতে বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৭ অলআউট হওয়ার পর নিজ মাঠে কোন টেস্টে এক ইনিংসে এটাই ইংল্যান্ডের সর্ব নিম্ন স্কোরও বটে।

Share Button

     এ জাতীয় আরো খবর