ইংল্যান্ড অধিনায়ক ঢাকা ডায়নামাইটসে মর্গ্যান
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ওয়েন মর্গ্যানকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। প্রথমবারের মতো বিপিএলে খেলবেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
২০১৬ সালে ঢাকায় সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা শঙ্কায় অ্যালেক্স হেলসের মতো দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসেননি ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক মর্গ্যানও।
ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩২ বছর বয়সী মর্গ্যানের ক্যারিয়ারের বেশ সমৃদ্ধ। ২৬৮ ম্যাচে ১২৮.২৫ গড়ে করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি রান। ডাবলিন ফ্র্যাঞ্চাইজির হলে খেলবেন আসন্ন ইউরো টি-টোয়েন্টি স্লামে। ঢাকায় সঙ্গী হিসেবে পাবেন বিশ্বকাপের আরেক উজ্জ্বল তারকা সাকিব আল হাসানকে। সময়ের সেরা এই অলরাউন্ডার ঢাকার অধিনায়ক।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুই জন করে বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নিতে পারে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের সপ্তম আসর শুরু হওয়ার কথা রয়েছে। গত আসরে রানার্সআপ হয়েছিল ঢাকা।