জেপি দুমিনিকে দলে নিল রাজশাহী কিংস
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া জেপি দুমিনিকে দলে নিয়েছে রাজশাহী কিংস।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুই জন করে বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নিতে পারে। ওই কোটায় ৩৫ বছর বয়সী অলরাউন্ডারকে দলে নিয়েছে রাজশাহী।
টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত মুখ দুমিপি এবারই প্রথম খেলবেন বিপিএলে। আইপিএলের গত আসরে খেলেননি। এর আগের আসরটি কেটেছিল বাজে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ছয় ম্যাচে ৯০ স্ট্রাইক রেটে করেছিলেন কেবল ৩৬ রান।
ভালো কেটেছিল ২০১৮ আসরের পাকিস্তান সুপার লিগ। দুটি ফিফটিতে ৩৫.৮৫ গড়ে করেছিলেন ২৫১ রান। ইসলামাবাদ ইউনাইটেডের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের সপ্তম আসর শুরু হওয়ার কথা রয়েছে। পঞ্চম স্থানে থেকে গত আসর শেষ করেছিল রাজশাহী।