মাশরাফির অনুপস্থিতিতে তামিম
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চোটের জন্য মাশরাফি বিন মুর্তজা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
আগেই ছুটি চাওয়ায় দলে নেই সহ-অধিনায়ক সাকিব আল হাসান। মাশরাফির সফর শেষ হয়ে যাওয়ায় বিসিবি অধিনায়ক বেছে নেয় ৩০ বছর বয়সী তামিমকে।
২০১৭ সালে মুশফিকুর রহিমের চোটে নিউ জিল্যান্ডে একটি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান দুই দফায় ছিলেন সহ-অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন সময় বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছেন।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলতে শনিবার দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ। ২৩ জুলাই খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।
ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।