January 12, 2025, 8:57 pm

সংবাদ শিরোনাম

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট দলে রয়

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট দলে রয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের অপেক্ষায় জেসন রয়। প্রথমবারের মতো ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন বিস্ফোরক এই ওপেনার। দলে আরেক নতুন মুখ অলরাউন্ডার লুইস গ্রেগরি।

ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন রয়। ৭ ইনিংসে ৬৩.২৮ গড়ে করেন ৪৪৩ রান। বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে সব সময় টপ অর্ডারে ব্যাট না করলেও আগামি বুধবার লর্ডসে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে খেললে ইনিংস উদ্বোধন করবেন ররি বার্নসের সঙ্গে।

চোট সমস্যা থাকায় গতিময় দুই পেসার মার্ক উড ও জফরা আর্চারকে বিবেচনায় নেননি নির্বাচকরা। তবে জুলাইয়ের শুরুতে পায়ের পেশিতে চোট পেলেও ১৩ সদস্যের দলে আছেন টেস্টে দেশটির সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন।

বিশ্বকাপ ফাইনালে চমৎকার দুটি ইনিংস খেলা বেন স্টোকস ও জস বাটলারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। দলে ফিরেছেন এখনও ইংল্যান্ডের হয়ে কোনো টেস্ট না খেলা পেসার অলিভার স্টোন।

টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, অলিভার স্টোন, ক্রিস ওকস।

Share Button

     এ জাতীয় আরো খবর