সরে দাঁড়ালেন ইনজামাম
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, আসরে পাকিস্তান ভালো-খারাপ যাই করুক না কেনো, প্রধান নির্বাচকের পদে আর থাকবেন না। বিশ্বকাপ শেষে কথা রাখলেন ইনজামাম-উল-হক। সরে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে।
‘আমি বিশ্বাস করি, যতটুকু করার ছিল আমি তা করেছি। ৩০ জুলাই মেয়াদ শেষ হওয়ার পর আর এই পদে থাকছি না।’ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। প্রধান নির্বাচকের পদ ছাড়লেও বোর্ড থেকে একেবারেই দূরে থাকতে চান না ইনজামাম, ‘ক্রিকেট আমার নেশা তবে আমি আর নির্বাচকের দায়িত্বে থাকতে চাই না।’
বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। ১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের থেকে রানরেটে পিছিয়ে হয়েছে পঞ্চম। কিন্তু এরপরও দল প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলেই মনে করেন ইনজামাম, ‘দুর্ভাগ্যবশত আমরা উদ্বোধনী ম্যাচটা বড় ব্যবধানে হেরে যাই। সেই রানরেটটাই আমাদের শেষ পর্যন্ত ভুগিয়েছে।’ এপ্রিলের ৩০ তারিখ দায়িত্ব শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও বিশ্বকাপের কথা বিবেচনা করে জুলাই ৩১ তারিখ পর্যন্ত বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ বাড়ায় পিসিবি। নতুন নির্বাচকরা যেন গুছিয়ে উঠার সময় পান সেজন্য আগেভাগেই দায়িত্ব ছাড়ার কথা জানালেন ইনজামাম।