January 13, 2025, 5:34 am

সংবাদ শিরোনাম

বেলিস ইংল্যান্ড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান

বেলিস ইংল্যান্ড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপ এমনকি এরপর এ্যাশেজ সিরিজের শিরোপা জিতলেও ইংল্যান্ড দলের কোচ হিসেবে দায়িত্বে থাকতে চান না অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস। আগামি সেপ্টেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ৫৬ বছর বয়সী বেলিস।

বিবিসি রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে বেলিস বলেন, ‘আপনি ভাল করুন বা না করুন, আমি সব সময়ই বিশ্বাস করি চার অথবা পাঁচ বছর যথেষ্ট লম্বা সময়। এটা ছেলেদের জন্য নতুন কাউকে বেছে নেওয়ার সময়, যিনি তাদেরকে আরেকটা পর্যায়ে নিয়ে যাবেন।’

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে বড় জয়ের পরও রবিবার ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দলকে এখনো কঠিন লড়াই করতে হবে মনে করছেন বেলিস। তিনি বলেন, ‘চার বছর আগে শেষ বিশ্বকাপের পর দল ইংল্যান্ড দলটি ভাল ছিলনা। আমরা একত্রে বসেছি এবং ২০১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের পরিকল্পনা করেছি এবং এখন সে স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা সৃষ্টি হওয়ায় খুবই ভাল লাগছে।’

তিনি আরও বলেন, ‘এজবাস্টনে ড্রেসিং রুমে আমরা অনেক আলোচনা করেছি এবং তারপর বুঝতে পেরেছি এখনো আমাদের কিছুই জয় করা হয়নি। ‘তোমরাই ফেভারিট’ এ রকম অনেক কিছুই আমাদের কানে আসবে। আমরা এ সবের কিছুই শুনতে চাইনা। গত চার বছর আমরা কেবলমাত্র নিজেদের ক্রিকেটের প্রতি মনোযোগ দিয়েছি এবং আমাদের সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এখানে এসেছি।’উল্লেখ্য, ১৯৮৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি। পরবর্তীতে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্বে পালন করেন। এরপর ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর