January 13, 2025, 5:33 am

সংবাদ শিরোনাম

ধোনিকে নিউজিল্যান্ড দলে স্বাগত উইলিয়ামসনের

ধোনিকে নিউজিল্যান্ড দলে স্বাগত উইলিয়ামসনের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপ ঠিক ধোনিময় নয়। ধীর ব্যাটিংয়ের কারণে সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। মিডল অর্ডারে আফগানিস্তান-বাংলাদেশের বিপক্ষে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ধোনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও। তবে ধোনি ধীরে সুস্থে দারুণ ব্যাটিং করেই দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেলেন। এক রান আউটে স্বপ্ন ভাঙে ভারতের। তারপরও ধোনি সমালোচনার তির খাচ্ছেন। ম্যাচের পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে কথা বলতে হয়েছে ধোনিকে নিয়ে। উইকেটরক্ষক ব্যাটসম্যান অবসর নিয়ে কিছু ভাবছেন কি-না প্রশ্ন করা হয় বিরাটকে। ভারতীয় অধিনায়ক একটু রেগে যান প্রশ্ন শুনে। জানান ধোনির ভবিষ্যত চিন্তা তিনি কি করে জানবেন। ধোনিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে কেন উইলিয়ামনকেও। ধোনির স্লো ব্যাটিংয়ের কারণে কিউইরা জিতেছে কি-না? উত্তরে কেন উইলিয়ামসন ধোনির দাম বুঝিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন ধোনি কতটা চাপে রেখেছিল তাদের, ‘ধোনি দারুণ এক অভিজ্ঞ ক্রিকেটার। আফসোস হচ্ছে তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। আচ্ছা ধোনি কি তার দেশ বদলাবে? যদি জাতীয়তা বদলায় তবে তাকে আমরা নিউজিল্যান্ড দলের জন্য নির্বাচন করবো।’

উইলিয়ামসন বলেন, ‘ধোনি বিশ্বমানের ক্রিকেটার। বিশ্ব আসরে তার অভিজ্ঞতার দাম আছে। জাদেজা অন্যান্যের চেয়ে সহজে ব্যাটে বল পাচ্ছিল। তার সঙ্গে ধোনির জুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধোনির রান আউটটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল। ধোনিকে ওমন জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকবার ম্যাচ শেষ করতে দেখেছি। সরাসরি থ্রোতে ধোনিকে রান আউট করাটা ম্যাচে আমাদের জন্য খুবই বড় মুহূর্ত।’

Share Button

     এ জাতীয় আরো খবর