জয়ে ফিরল শেখ রাসেল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের জয়টি ২-০ গোলের।
গত ১৫ নভেম্বর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারানোর পর চার ম্যাচে তিন হার ও এক ড্র করা শেখ রাসেল জয়ে ফিরতে ছিল মরিয়া। ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। বাঁ দিক দিক থেকে ফজলে রাব্বীর জোরালো শট শেখ মুহূর্তে ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক মামুন আলিফ। ৪১তম মিনিটে রাব্বীর দারুণ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ডান দিক দিয়ে এক প্রচেষ্টায় আক্রমণে ওঠা এই মিডফিল্ডার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ রাসেল। ডান দিক থেকে খালেক জামানের কর্নার উত্তম কুমার বণিকের নেওয়া হেড জালে জড়ায়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই লিগে ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
প্রথম পর্বে ফরাশগঞ্জকে ২-১ গোলে হারানো শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। তলানিতে থাকা ফরাশগঞ্জের পয়েন্ট ১০।